শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
আপন নিউজ অফিস।। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। মৃত নাহিয়ান ঢাকার বংশাল থানার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।
জানা গেছে , শুক্রবার সকালে নাহিয়ান পরিবারের সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। বেলা আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোঁজ হন মাহাদি। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে সমুদ্র থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাহিয়ান সাঁতার জানত বলে জানায় স্বজনরা।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply