রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন
চঞ্চল সাহা।। কলাপাড়া-কুয়াকাটা রুটে বাস যাত্রী সহ পর্যটকদের হয়রানি বেড়ে চলেছে। বাস গুলোতে যাত্রী ভাড়ার রেট চার্ট না থাকা, কুয়াকাটার কথা বলে পথিমধ্যে বাস বদল করে অন্য বাসে উঠিয়ে দেয়া এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে পর্যটক সহ যাত্রীরা চরম দূভোর্গের শিকার হচ্ছে। এমন ঘটনা অহরহ ঘটলেও পদ্মা সেতু উদ্বোধনের পর এর মাত্রা বেড়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে পটুয়াখালী বাস মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিয়েও কোন সুরাহা হচ্ছে না।
মাদারীপুর থেকে কুয়াকাটায় আগত পর্যটক রাকিবুল, সোহাগ, আমিনুল জানান, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের সময় পটুয়াখালী থেকে যাত্রীবাহি বাসে (বাস নং-৬৮৭২) কুয়াকাটায় যাওয়ার উদ্দেশ্যে টিকিটি কেটে উঠলে বাসটির চালক আমতলী এসে কোন প্রকার না জানিয়ে সকল যাত্রীদের নামিয়ে অন্য বাস ধরিয়ে দেয়।
এতে কুয়াকাটায় আগত অন্ততঃ ১৫ জন পর্যটক কোন সিট না পেয়ে দাঁড়িয়ে কুয়াকাটা ভ্রমনে যান। এ বাসে কলাপাড়ার অন্ততঃ ২০ জন যাত্রী ছিল, তাদের অনেকে সিট না পেয়ে ছোট ছোট শিশুদের নিয়ে কষ্ট সহ্য করে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছান। যা তারা যাত্রী সেবার নামে হয়রানি বলে উল্লেখ করেন।
এদিকে’ সরকার নির্ধারিত ভাড়ার সাথে মালিক সমিতির ভাড়ার মিল না থাকায় কিংবা দু’একটি বাস ব্যাতীত অধিকাংশ বাসে রেট চার্ট না থাকায় প্রতিদিন বাস ষ্টাফদের সাথে যাত্রীদের হৈ-হুল্লো লেগেই আছে।
এ ব্যাপারে পটুয়াখালী বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.মাহবুব আলম জানান, যাত্রী হয়রানির বিষয় গুলো বাস মালিকদের জানা নেই। পটুয়াখালী থেকে যে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সে ইঞ্জিন বিকল ব্যাতীত কোথাও যাত্রী নামিয়ে দেবার সুযোগ নেই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply