সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
আপন নিউজ অফিস: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষাস্তরকে আধুনিকায়ন করার লক্ষ্যে শিক্ষকদের আইসিটি (ICT) প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতা নন্দ দাস, পৌর কাউন্সিলর মাহবুর আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর হেমায়েত উদ্দিন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মোঃ আবুল হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আলম পলাশ, শিক্ষক জহিরুল ইসলাম, এস এম ফখর উদ্দিন, শিক্ষিকা সানজিদা রহমান।
এ সময় কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply