শিশুদের জন্য বিন্যাস ফাউন্ডেশনের মেহেদি উৎসব | আপন নিউজ

শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কলাপাড়ায় কমিটি গঠন কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপিত আমতলীতে ছাত্রদল সম্পাদকের বি-রুদ্ধে ছাত্রলীগ নেত্রীর ধ-র্ষ-ণচেষ্টা মা-ম’লা’র প্র-তিবা’দে মা-ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে সাড়ে ১৭ হাজার পরিবার পেলো বিশেষ ভিজিএফ চাল কলাপাড়ায় দক্ষিণবঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চু-রি’র ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লু-ট আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মা-নব’বন্ধ’ন বানারীপাড়ায় পুলিশের অভিযানে গাঁ-জা’র গাছ সহ মাদক ব্যবসায়ীকে গ্রে-ফ’তা’র
শিশুদের জন্য বিন্যাস ফাউন্ডেশনের মেহেদি উৎসব

শিশুদের জন্য বিন্যাস ফাউন্ডেশনের মেহেদি উৎসব

চাঁদরাতের দিন হাতে মেহেদি দেয়ার আমেজ থাকুক সবার ঘরে। সমাজে এমন অনেক পরিবার আছে যাদের মেহেদি কেনার সামর্থ্য থাকলেও মেহেদি আর্ট করে দেয়ার মানুষের অভাবে মেহেদির উল্লাস থেকে বঞ্চিত হয় অনেক শিশু। এই ছোট্ট সোনামণিদের কথা চিন্তা করে বিন্যাস ফাউন্ডেশন প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে শিশুদের জন্য মেহেদি উৎসব। সমাজে প্রচলিত বড়লোকের বাচ্চারা ঈদে আনন্দ উৎসব করবে, চাঁদরাতে মেহেদি নিয়ে মাতামাতি করবে, আর পুকুর পাড় কিংবা রাস্তার ধারের ছেলেপেলে সেগুলো দেখেই যাবে এরকম অসমতার সমাজ কখনোই কাম্য নয়।

“মেহেদির রঙে রঙিন হবে, প্রত্যেক শিশুর হাত” স্লোগানকে সামনে রেখে বিন্যাস ফাউন্ডেশন এর “শিশুদের উল্লাস” প্রোজেক্ট থেকে এই উৎসবটি করা হয় পটুয়াখালী জেলার কলাপাড়ার নীলগঞ্জ আবাসন এ। বিকাল ৩টা থেকে ৭০+ জন শিশুর হাতে বিন্যাসের মেহেদি আর্টিস্টরা ছোট্ট সোনামণিদের হাতে মেহেদি আর্ট করে দেয়। শিশুদের এবং তাদের বাবা-মায়ের মুখের হাসি বিন্যাসের প্রত্যেকটি টিম মেম্বারকে মুগ্ধ করেছে। উৎসবে মেহেদি আর্টিস্ট হিসেবে ছিলো মুমু, তিমা, স্বর্না, অর্পিতা, সুমাইয়া, সামুরা মিম, লতা, তুবা, বৃষ্টি, জুবায়রা জোয়া, তোয়া, মার্জিয়া এবং ভলান্টিয়ার হিসেবে ছিলো আবির। উৎসবে আরো ছিলো বিন্যাস ফাউন্ডেশন এর কো-ফাউন্ডার জুবায়ের প্রিন্স, হেড অব হিউম্যান রিসোর্সেস প্রমিতা কর মুমু, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সাজিদুল ইসলাম সিজাম, গ্রাফিক্স ডিজাইনার এ.আই. মাহিম। যতোই পদ পদবি বলি না কেন, দিনশেষে আমরা সবাই বিন্যাসের স্বেচ্ছাসেবক।

২০২১ সালের ৫ই মে। কোভিড-১৯ এর প্রথম লকডাউনে যখন ধনী-গরিবের বৈষম্য চরমভাবে বেড়ে যায়, যারা দিন আনে দিন খায় তাদের ঘরে যখন কান্নার ধ্বনি শোনা যায় ঠিক তখনই উচ্চমাধ্যমিক পড়ুয়া কয়েকজন ছেলে-মেয়ের হাত ধরে বিন্যাস ফাউন্ডেশন গঠিত হয়। ধ্বনি গরিবের মাঝে সমতা এবং Sustainable Development Goal (SDG) বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ। আমরা সবাই এখনও স্টুডেন্ট, আমাদের নিজেদের টিফিনের টাকা থেকে কিছু টাকা জমিয়ে সমাজ পরিবর্তনের মিশনে নেমেছি। এই বছর “শিশুদের উল্লাস” নামে নতুন একটি প্রজেক্ট উন্মোচন করেছি। এই প্রোজেক্ট এর আওতায় যতো ইভেন্ট হবে সব শিশুদের নিয়ে। এই প্রোজেক্ট এর টিম মেম্বারসরা সবসময় শিশুদের নিয়ে ভাববে। প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের মতো স্বচ্ছল মানুষের অনুদান ও সুপরামর্শ বিন্যাস এর সামনে এগিয়ে যাওয়ার প্রধান পাথেয়।

-মাসুম বিল্লাহ,
ফাউন্ডার, বিন্যাস ফাউন্ডেশন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!