আমতলীতে মাদ্রাসার অধ্যক্ষের শাস্তি দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন | আপন নিউজ

রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় দুর্যোগে পূর্বাভাস-ভিত্তিক সংলাপ গলাচিপায় আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং অন্যভুবন সাহিত্য পরিষদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত কলাপাড়ায় অর্ধশতাধিক অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী আমতলীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা অর্থদন্ড আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ কলাপাড়ায় মুরগীসহ পালনের উপকরণ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে উধাও প্রতারক সংস্থা আমতলী সরকারী কলেজের সামনের অবৈধ স্থাপনা অপসারণ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কলাপাড়ায় স্ত্রী কর্তৃক প্রবাসী স্বামীর টাকা আত্মসাতের অভিযোগ
আমতলীতে মাদ্রাসার অধ্যক্ষের শাস্তি দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আমতলীতে মাদ্রাসার অধ্যক্ষের শাস্তি দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ ইউনুচ আলীর গাফলতিতে মাদ্রাসার ৫৫ জন দাখিল পরীক্ষার্থীর ভালো ফলাফল অনিশ্চিত হয়ে পরেছে। এ ঘটনায় অধ্যক্ষের শাস্তি দাবীতে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মাদ্রাসার সামনের সড়কে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধনে তারা অধ্যক্ষের কঠোর শাস্তি দাবী করেছেন।

জানাগেছে, উপজেলার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে এ বছর ৫৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেছে। ওই পরীক্ষার্থীরা রেজিষ্ট্রেশনে চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা পছন্দ করেন। ওই অনুসারে তারা গত দুই বছর লেখাপড়া করে আসছে। বুধবার ছিল ওই সকল পরীক্ষার্থীদের চতুর্থ বিষয় অর্থ্যাৎ কৃষি শিক্ষা পরীক্ষা। পরীক্ষা পরিচালনা কমিটি কৃষি শিক্ষা বিষয়ের পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র দেন। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখে বিচলিত হয়ে যান। তারা জানতে পারে অধ্যক্ষ নিজের ইচ্ছায় চতুর্থ বিষয়ে কৃষি শিক্ষার পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন। এতে বিপাকে পড়ে ওই মাদ্রাসার ৫৫ জন পরীক্ষার্থী। পরে তারা পরীক্ষা দিবে না বলে কেন্দ্র থেকে বের হয়ে আসেন। কিন্তু পরীক্ষা পরিচালনা কমিটির অনুরোধে তারা ওই বিষয়ের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার্থী তাসনিম,ফাতেমা, মহিউদ্দিন ও আশরাফুল অভিযোগ করেন অধ্যক্ষ ইউনুস আলী ইচ্ছা করেই আমাদের চতুর্থ বিষয়ে কৃষি শিক্ষার পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় রেখে রেজিষ্ট্রেশন করেছেন। অধ্যক্ষ তাদের শিক্ষা জীবনকে নষ্ট করতে গত দুই বছর লুকোচুরি করেছেন যাতে তারা ভালো ফলাফল করতে না পারে। অধ্যক্ষ জেনেই তাদের চতুর্থ বিষয়ে এমন কর্মকান্ড করেছেন। তারা আরো বলেন, ফরম পুরনের সময় অধ্যক্ষের কাছে রেজিষ্ট্রেশন কার্ড চেয়েছিলাম কিন্তু অধ্যক্ষ কার্ড না দিয়ে খারাপ আচরণ করে আমাদের তাড়িয়ে দিয়েছেন। অধ্যক্ষ ইউনুস আলীর এমন কর্মকান্ডের শাস্তি দাবী করে ভুক্তভোগী পরীক্ষার্থী ও তার অভিভাবকরা বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মাদ্রাসার সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

পরীক্ষার্থী হাবিুল্লাহ বলেন, কৃষি শিক্ষা (৪র্থ) বিষয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসি। কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র দেন। তাৎক্ষনিক এ বিষয়টি পরীক্ষা পরিচালনা কমিটিকে জানাই। তারা বলেন, এ বিষয়টি তাদের দেখার নয়। মাদ্রাসার অধ্যক্ষ যেভাবে রেজিষ্ট্রেশন করেছে সেই ভাবেই প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

পরীক্ষার্থী আয়শা, তানহা ও আবিদা বলেন, দশ বছরের সাধনা এক নিমিশেই শেষ হয়ে গেল। অধ্যক্ষর গাফলতির জন্য আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। তারা আরো বলেন, পরীক্ষার খাতায় শুধুই নাম লিখে এসেছি। এতে আমরা ভালো ফলাফল করতে পারবো না। আমরা অধ্যক্ষের শাস্তি দাবী করছি।
পরীক্ষার্থী মাহমুদ, হাবিুল্লাহ ও আবু তাহের বলেন, মাদ্রাসার অধ্যক্ষের গাফলতিতে আমরা ও পরিবার খুবই দুশ্চিন্তায় আছি। অধ্যক্ষের এমন ঘটনায় কঠোর শাস্তি দাবী করছি।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউছুফ আলী ভুল স্বীকার করে বলেন, পরীক্ষার্থীদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই।

মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুচ আলীর মুঠোফোনে বলেন,শিক্ষার্থীদের পছন্দ মতই নবম শ্রেনীতে রেজিষ্ট্রেশনের সময় চতুর্থ বিষয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেয়া হয়েছে। সে অনুসারে গত দুই বছর পাঠদান করানো হয়। এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। এখানে আমার কোন ভুল ও দায় নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন বলেন, অধ্যক্ষের দুরদর্শীতার কারনে ৫৫ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ জীবনে অন্ধকার নেম এলো। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পরীক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!