রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় ‘মোখা’ আতংক কেটে যাওয়ার পর কলাপাড়ায় হঠাৎ করেই ডায়রিয়া ও কলেরা রোগীদের ভর্তি বেড়েছে হাসপাতালে। অতিরিক্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন সংকট। তাই সংকট নিরসনে রোগীদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান। শুক্রবার বেলা ১১ টায় হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের হাতে আনুষ্ঠানিকভাবে এক হাজার কলেরা স্যালাইন ও ৮ হাজার ৪৩৩ পিস খাবার স্যালাইন তুলে দেন এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, শাহজালাল ইসলামী ব্যাংক লি:’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইয়ামিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মোশাররফ হোসেন সহ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, হাসপাতালে কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করায় রোগীরা অনেক উপকৃত হবে। অসুস্থ্য রোগী ও তাদের স্বজনরা এমপি মহিবকে তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply