শিক্ষার্থীদের অনলাইন সেবা দিতে আমতলী সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘুর্ণিঝড়ের পূর্বাভাস বুলেটিনের ব্যাখ্য প্রচার সেক্টরভিত্তিক আগাম কার্যক্রমের ওপর কর্মশালা কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী’র মতবিনিময় সভা কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন! তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান, দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণ’ধ-র্ষ’ণ মামলা আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা কলাপাড়ায় গ্রামীণ জনপদের ৮৮ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা আমতলীতে বজ্রপাতে হাফেজ ছাত্রের মৃ-ত্যু আমতলীতে প্রতিবন্ধীর প্রশিক্ষণ ভাতা প্রধান শিক্ষকের পেটে! আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস
শিক্ষার্থীদের অনলাইন সেবা দিতে আমতলী সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

শিক্ষার্থীদের অনলাইন সেবা দিতে আমতলী সোনালী ব্যাংকের চুক্তিপত্র স্বাক্ষর

আমতলী প্রতিনিধিঃ শিক্ষার্থীদের অনলাইন সেবা দিতে আমতলী সোনালী ব্যাংকের উদ্যোগে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

জানাগেছে, উপজেলার ৭টি কলেজ,২৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ টি মাদ্রাসা রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শিক্ষার্থীর লেখাপড়া করছে। কিন্তু তারা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি দিতে হয়রানী শিকার হচ্ছে। শিক্ষার্থীদের এ হয়রানী থেকে রক্ষা করতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ পিএলসি অনলাইন সেবার মাধ্যমে ফি ও চার্জ কালেকশনের উদ্যোগে নেন।

 

বুধবার বিকেলে বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, চাওড়া কারিগড়ি ও কৃষি কলেজ, আমতলী সরকারী একে মাধ্যমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন সেবার আওতায় আনতে চুক্তিপত্র স্বাক্ষর হয়। আমতলী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেনারেল ম্যাজেনার গোপাল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ডিপুটি জেনারেল ম্যানেজার সেলিম হায়দার। ব্যবস্থাপক জুলকার বিন খালেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, অধ্যক্ষ সুজা উদ্দিন মাহমুদ, প্রধান শিক্ষক বজলুর রহমান, শাহ আলম কবির, এমএ হান্নান, আবুল কাসেম ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!