কলাপাড়ায় উচ্ছেদ আতংকে ঘুম হারা ১৩৬ ভূমিহীন পরিবার | আপন নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন! তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান, দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণ’ধ-র্ষ’ণ মামলা আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস কলাপাড়া উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা কলাপাড়ায় গ্রামীণ জনপদের ৮৮ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা আমতলীতে বজ্রপাতে হাফেজ ছাত্রের মৃ-ত্যু আমতলীতে প্রতিবন্ধীর প্রশিক্ষণ ভাতা প্রধান শিক্ষকের পেটে! আমতলীতে পুষ্টিসম্মৃদ্ধ মিষ্টি আলুর জাত সম্প্রসারণে কৃষক মাঠ দিবস আমতলীতে ১০ হাজার কৃষক পেল কৃষি উপকরণ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে
কলাপাড়ায় উচ্ছেদ আতংকে ঘুম হারা ১৩৬ ভূমিহীন পরিবার

কলাপাড়ায় উচ্ছেদ আতংকে ঘুম হারা ১৩৬ ভূমিহীন পরিবার

মো.নাহিদুল হকঃ পায়রা বন্দরের উন্নয়নের অংশ হিসাবে সড়ক নির্মানের কাজ শুরু হওয়ায় উচ্ছেদ আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে অসহায় ভ‚মিহীন ১৩৬ টি পরিবার। কলাপাড়ার পায়রা বন্দর প্রশাসনিক ভবনের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে পরিবারগুলো। ফলে অসহায় দরিদ্র ভ‚মিহীনরা নতুন করে ভ‚মিহীন হতে যাচ্ছে। ভূক্তভোগী পরিবারের সদস্যারা বিভিন্ন প্রকল্পের ক্ষতিগ্রস্থদের ন্যায় পুনর্বাসনের দাবি জানান।

সরজমিন গিয়ে জানা যায়, সড়ক নির্মানের জন্য কলোনীসহ বেড়িবাঁধের ঢালে বসবাসকারী ১৩৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে। কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরে ক্ষতিগ্রস্থ ৩,৪২৩ টি পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হয়েছে। একইভাবে উচ্ছেদ হতে যাওয়া পরিবারগুলো যথাযথ কর্তৃপক্ষের নিকট পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বাস্তুভিটাহীন হওয়ার কারণে সরকার বসবাসের জন্য ইটবাড়িয়া গ্রামে আন্ধারমানিক নদীর পাড়ে বেড়িবাঁধের ঢালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে কলোনী করে বন্দোবস্ত দিয়েছিলেন। যার পর থেকে দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের ঢালে বসবাস করে আসছে পরিবারগুলো। স¤প্রতি পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে পায়রা বন্দর প্রশাসনিক ভবন হয়ে ঢাকা-কুয়াকাটা আ লিক সড়কের সাথে যুক্ত হওয়ার বিকল্প সড়ক হিসাবে পায়রা বন্দরের গেট থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত বেড়িবাঁধের উপর রাস্তা নির্মাণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রাবেয়া বেগম বলেন, আমাদের জায়গাজমি কিছুই ছিলনা তাই সরকার এখানে বসবাস করতে দিয়েছে। এখন আমাদের প্রতিদিন ঘর ভাঙ্গার জন্য হুমকি দিয়ে আসছে। সরকারি জায়গায় আছি তাই টাকা পয়সা কিছুই দেবেনা। ঘর ভেঙ্গে না নিলে বালি দিয়ে আটকিয়ে দিবে।

অপর একজন আলেয়া বেগম জানান, আমাদের উঠাইয়া দিলে আমরা যাবো কোথায়? থাকবো কই? ঘর ভাইঙে নেওনের টাকাও আমাদের নাই। ভ‚ক্তভোগী পরিবারের সদস্য নাছিমা, তহমিনা একই দাবি করেছেন।

ক্ষতিগ্রস্থ পরিবারের অন্য সদস্য আনসার শরীফ জানান, ৩০ থেকে ৪০ বছর যাবৎ এখানে বসবাস করি। আমাদের ভিটা মাটি কিছুই নাই,কোন রককম রাস্তার পাশে থকি। সরকার এখানে সড়ক নির্মান করবে আমরা ছেরে দিতে বাধ্য। তবে ভ‚মিহীন পরিবারগুলোকে পূর্নবাসিত করা হোক সরকারের কাছে এই দাবি জানান।

কলাপাড়া উপজেলা নির্বহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা রয়েছে কোন পরিবার ভ’মিহীন থাকবেনা। পায়রা বন্দর ও যারা ক্ষতিগ্রস্থ আছে তাদের সাথে সম্মিলিত ভাবে কথা বলে সুষ্ঠ সমন্নয়ের মাধ্যমে সাময়িক ভাবে এবং পরবর্তীতে স্থায়ী ভাবে কোথায় পুনর্বাসন করা যায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!