মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

আমতলী প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় আমতলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি।
বুধবার বরগুনা স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানকে আসামী করে পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মজিবুর রহমান আমতলী উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি আমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুদক মামলার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০/০৬/১৬খ্রি. তারিখ পর্যন্ত মজিবুর রহমানের মোট সঞ্চয় ছিল ৫৪,৪৯,২৭৪/- টাকা। উক্ত সঞ্চয়ের বিপরীতে তিনি মোট ১,০৬,৬০,১২২/- টাকার সম্পদ অর্জন করেন। অর্থাৎ, তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় (১,০৬,৬০,১২২-৫৪,৪৯,২৭৪)=৫২,১০,৮৪৮/- টাকা। এছাড়াও, তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১,২২৩/- টাকার সম্পদের তথ্য গোপণ করেন।
বিধায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করেন দুদক।
এব্যাপারে মামলার আসামি মজিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, মজিবুর রহমানের কাছে সম্পত্তির তথ্য চায় দুদক। মজিবুর রহমানের দেয়া তথ্যে তিনি ৯১,২২৩ টাকার সম্পদের তথ্য গোপন করে। এবিষয়ে মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply