কলাপাড়ায় ইউসুফ আলী সহ ৬ জনকে আদালতের শোকজ | আপন নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় আইপিএম পদ্ধতিতে চিনা বাদাম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কলাপাড়ায় জমি জমা বিরোধ; এক নারীকে পি’টি’য়ে জ’খ’ম কাউনিয়ায় এসএসসি ও সমমানে ১৫৬ জন পরিক্ষার্থীর জিপিএ-৫ আমতলীতে সৌদি রিয়াল প্র’তা’র’না চক্রের মুল হোতা ইউপি সদস্য গ্রে’প্তা’র কলাপাড়ায় কলেজ ছাত্রী’র ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন ১০ জনের মনোনয়নপত্র দাখিল ঘুর্ণিঝড়ের পূর্বাভাস বুলেটিনের ব্যাখ্য প্রচার সেক্টরভিত্তিক আগাম কার্যক্রমের ওপর কর্মশালা কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী’র মতবিনিময় সভা কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!
কলাপাড়ায় ইউসুফ আলী সহ ৬ জনকে আদালতের শোকজ 

কলাপাড়ায় ইউসুফ আলী সহ ৬ জনকে আদালতের শোকজ 

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)’র ২০২০-২০২১ অর্থ বছরের এলাকা পরিচালক নির্বাচন কেন স্থগিত করা হবেনা সে মর্মে পবিস’র চেয়ারম্যান, উপ-পরিচালক প্রশাসন, জিএম ও ৪ নং এলাকা পরিচালক অধ্যাপক ইউসুফ আলী সহ ৬ জনকে আগামী ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ পটুয়াখালী সিনিয়র সহকারী জজ বৈজয়ন্তী বিশ্বাস’র আদালত ফরিয়াদী তারেক আমান সুমন, দিদারুল আলম বাবুল ও গাউস মাতুব্বর’র প্রার্থীত প্রতিকারে সন্তুষ্ট হয়ে মঙ্গলবার (১০মার্চ) এ আদেশ প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পবিস’র বাই ’ল’ অনুযায়ী ৪ নং এলাকা সহ অন্যান্য এলাকার ২০২০-২০২১ অর্থ বছরের এলাকা পরিচালক নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ২০ জানুয়ারী নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ৪এপ্রিল ভোট গ্রহনের জন্য ২৬-২৭ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রী, ৩মার্চ মনোনয়ন পত্র দাখিল এবং ৮মার্চ মনোনয়ন পত্র বাছাইয়ের জন্য দিন ধার্য করে পবিস’র রিটানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান। এতে বাদীগন এলাকা পরিচালক পদে নির্বাচন করার জন্য ২৬ ফেব্রুয়ারী ৩০০ টাকা রশিদ মাধ্যমে জমা দিয়া প্রার্থীর মনোনয়ন পত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করেন। উক্ত পদে অধ্যাপক ইউসুফ আলী সহ ৪জন নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে সকল কাগজ পত্র সংযোজন করে পূরন করে ৩মার্চ দাখিল করেন। শর্ত মোতাবেক মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচন কমিশনের উপস্থিতিতে প্রার্থীর স্বাক্ষর করতে হবে মর্মে উল্লেখ থাকায় কমিশনকে স্বাক্ষর নেয়ার জন্য অনুরোধ করার পরও তাঁরা ইউসুফ আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার অসৎ উদ্দেশ্যে অত্র বাদীগনের স্বাক্ষর গ্রহন না করে মনোনয়ন পত্র জমা রাখেন। অত:পর ৮মার্চ মনোনয়ন পত্র বাছাইতে অত্র বাদীগনের মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয়নি এবং একমাত্র ইউসুফ আলী’র মনোনয়ন পত্র বৈধ বিবেচিত হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪নং এলাকা পরিচালক পদে তাকে ঘোষনা করা হয়।
অথচ ঘোষিত নির্বাচন তফসিলের ৪নং ক্রমিকের (ঙ) এবং (চ) অনুচ্ছেদ মোতাবেক ইউসুফ আলী’র মনোনয়ন পত্র বৈধ হওয়ার আদৌ আইনগত কোন যোগ্যতা নেই। কেননা ইউসুফ আলী আ’লীগের কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক, ২০১৯ সালের
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য বটে। এছাড়া তিনি আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের বেতনভোগী অধ্যাপক, যার ইনডেক্স নং-৩০৭৮৭০১।
তাই পবিস’র ৪নং এলাকা পরিচালক নির্বাচনে বাদী গনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা বে-আইনী, অকার্যকর ও ক্ষমতার অপব্যবহার গন্যে ৮মার্চ তারিখের প্রার্থী বাছাই আদেশ বাতিল পূর্বক বাদী গনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনার নির্দেশ মূলক
প্রতিকার সহ বাদী গন আর যে যে প্রতিকার পাইতে পারে তার ডিক্রী দেয়ার আদেশ দানের প্রতিকার প্রার্থনা করা হয় মামলার আরজিতে।

আদালতের বেঞ্চ সহকারী ও বাদী পক্ষের নিযুক্তীয় কৌশুলী শ্যামা প্রসাদ চক্রবর্তী বিজ্ঞ আদালতের আদেশের সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!