শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ার খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় অভিযুক্ত প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুরের স্বরুপকাঠির মো. জীবন (৩৫), ফরিদপুরের গোয়ালমারির মো. মনিরুল ইসলাম (৪২), বরগুনার আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩), পিরোজপুরের স্বরুপকাঠির মো. শাহীন (৫৫) ও গলাচিপার হরিধাবপুরের রেজাউল (৩৫)।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন,“খাজুরা বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত ৫ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply