আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন তিন’শ ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে বুধবার সন্ধ্যায় আমতলী’র ইউএনও মনিরা পারভীন উপজেলার আমড়াগাছিয়া ও মহিষকাটা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্য সহায়তা পৌছে দেন। ইউএনও’র এমন মহতি উদ্যোগে অভিভুত আমতলীর ব্যবসায়ীরা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার সহ¯্রাধীক ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ ব্যবসায়ী পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে আমড়াগাছিয়া ও মহিষকাটার কর্মহীন তিন’শ ৫০ পরিবারকে বুধবার সন্ধ্যায় আমতলীর ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তা পৌছে দেন। ইউএনও’র এমন মহতি উদ্যোগে অভিভুত ব্যবসায়ীরা। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলাদেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ সিধান্ত বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যতদিন মানুষ ঘরে কর্মহীন থাকবে ততদিন তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেব। উপজেলার কর্মহীন একজন মানুষকে না খেয়ে থাকতে দেব না। সাধারণ ছুটির পর থেকে হতদিরদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে। তিনি আরো বলেন, আমড়াগাছিয়া ও মহিষকাটার তিন’শ ৫০ ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
Leave a Reply