বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধিঃ
প্রবল বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোণ আম্ফান। ঘুর্ণিঝড় আতঙ্কে উপকুলীয় আমতলী ও তালতলীর এক’শ ২৮ টি সাইক্লোণ সেল্টারে অন্তত অর্ধ-লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু বিদ্যুৎ সরকরাহ বন্ধ থাকা দুর্ভোগে পরেছে সাইক্লোণ সেল্টারে আশ্রয় নেয়া মানুষগুলো। নিরবিছিন্ন আলো সররবাহ রাখার জন্য সাইক্লোণ সেল্টারে সৌর বিদ্যুৎ সংযোগের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, ঘুর্ণিঝড় আম্ফান প্রবল বেগে উপকুলের দিকে ধেয়ে আসছে। মানুষ আতঙ্কিত হয়ে আমতলী ও তালতলী উপজেলায় এক’শ ২৮ টি সাইক্লোণ সেল্টারে অন্তত ৫০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ সচল না থাকায় আশ্রয় নেয়া মানুষগুলো বিপাকে পড়েছে। তারা মঙ্গলবার রাতে আশ্রয় কেন্দ্রে অন্ধকারে রাত কাটিয়েছে। ভুক্তভোগীরা জানান সাইক্লোণ সেল্টারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং সৌর বিদ্যুতের সংযোগ নেই। তাই সারারাত অন্ধকারে থাকতে হয়েছে। দ্রুত সাইক্লোণ সেল্টারগুরোকে সৌর বিদ্যুৎ সংযোগ বসানোর দাবী জানান তারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাগেছে, আমতলী ও তালতলী উপজেলায় এক’শ ২৮ টি সাইক্লোণ সেল্টার রয়েছে। ওই সাইক্লোণ সেল্টারের অর্ধেক সাইক্লোণ সেল্টারে বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ সংযোগ নেই। এদিকে অর্ধেক সাইক্লোণ সেল্টারে থাকা সৌর বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে গেছে। মেরাতমের অভাবে তা অচল অবস্থায় পড়ে আছে।
তালতলী উপজেলার গাবতলী সাইক্লোণ সেল্টার, কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা সাইক্লোণ সেল্টার, ছোটবগী কমডেকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সাইক্লোণ সেল্টার, বগীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পুর্ব গাবতলী রফিকুর ইসলাম সরকারী প্রাথমিক সাইক্লোণ সেল্টার ও ফকিরহাট সাইক্লোণ সেল্টার ঘুরে দেখা গেছে সৌর বিদ্যুৎ সংযোগ নেই।
আমতলী চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাইক্লোণ সেল্টার থাকা শাফিয়া বেগম ও খাদিজা আক্তার বলেন, আলো নাই। রাইতে এ্যাকছের কষ্ট হরছি। এই সাইক্লোণ সেল্টারে সৌর বিদ্যুৎ দেয়ার দাবী হরি।
গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোণ সেল্টারে থাকা সুমাইয়ার বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। তারপর সৌর বিদ্যূৎ সংযোগ নেই। খুবই কষ্টে রাতকাটাতে হয়েছে।
আমতলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, উপজেলার এক’শ ২৮ টি সাইক্লোণ সেল্টারে অর্ধেক সেন্টারে সৌর বিদ্যুৎ সংযোগ নেই। সৌর বিদ্যুৎ সংযোগ না থাকায় ওই সাইক্লোণ সেল্টারগুলোতে থাকা মানুষগুলোর অসুবিধা হতে পারে।
তালতলীর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সৌর বিদ্যুৎ না থাকা সাইক্লোণ সেল্টারগুলোতে আলোর ব্যবস্থা করা হচ্ছে।তিনি আরো বলেন ঘুর্ণিঝড় পরবর্তি সময়ে ওই সাইক্লোণ সেল্টাওে সৌর বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সাইক্লোণ সেল্টারে সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ জেনাটরের ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন, ঘুর্ণিঝড় পরবর্তি সময়ে সৌর বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply