বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
নিখোঁজের ২৭ দিন পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা ছাত্রী হামিদা আক্তারকে (১৬) পুলিশ কলাপাড়া পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে। এ বছর দাখিল পরীক্ষা দেয়া এই ছাত্রী পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় রজপাড়া গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়।
তার বাবা জাফর মৃধা বাদী হয়ে নজরুল ও সকিনা কে আসামি করে একটি মামলা দায়ের করেন।
২৭দিন পরে পুলিশ কৌশলে উদ্ধার করে। কলাপাড়া থানার এসআই আলমগীর হোসেন জানান, ভিকটিমকে থানা হেফাজতে রাখা হয়েছে। ওই মামলার আসামি পৌর শহরের বাদুতলী এলাকার নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জেলহাজতে রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply