
আপন নিউজ রিপোর্টঃ
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির শারীরিক সুস্থতা কামনা করে কলাপাড়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কলাপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও মঞ্জুরুল আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউল রহমান হারুন, কলাপাড়া পৌর ব্যবসায়ীর সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলদার স্বপন, এমপির সহকারী তরিকুল ইসলাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ প্রমুখ সহ অন্যান্য নেতা কর্মী।
মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা মাসুম বিল্লাহ রুমী।
Leave a Reply