কলাপাড়া পৌরসভার উন্নয়নে কাজ করতে চায় মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম | আপন নিউজ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
জমে উঠেছে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন; তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমতলীতে ডায়েরীয়ার প্রকোপ, স্যালাইন সংঙ্কট স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনের বেডে ৩১ জনের চিকিৎসা! কলাপাড়ায় ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ গলাচিপায় ডায়রিয়ার প্রকোপ, শিশুর মৃ’ত্যু কলাপাড়ায় জমিসংক্রান্ত বিষয় সালিশি বৈঠক শেষে হামলা; তিনজনকে কু’পি’য়ে জ’খ’ম কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মা-ছেলে ও ছেলের বউকে পি’টি’য়ে জ’খ’ম করার অভিযোগ কাউনিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন তালতলীতে ভাসুরের বিরুদ্ধে ধ’র্ষ’ণ চেষ্টার মামলায় এলাকায় ক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ তালতলীতে দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে সাইবার মামলা আমতলীতে ৬ কেজি গাঁ’জা’সহ বিক্রেতা গ্রে’প্তা’র
কলাপাড়া পৌরসভার উন্নয়নে কাজ করতে চায় মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম

কলাপাড়া পৌরসভার উন্নয়নে কাজ করতে চায় মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম

আপন নিউজ রিপোর্টঃ

আসন্ন পৌরসভা নির্বাচনে কলাপাড়া পৌরবাসীর পাশে থেকে কাজ করতে চায় মেয়র পদপ্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে হামলা, মামলা ও নির্যাতিত ত্যাগী নেতা নৌকা প্রেমী মঞ্জুরুল ইসলাম। তিনি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম তৈয়বুর রহমানের মেঝো ছেলে ও বর্তমান বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান এবি এম হুমায়ুন কবির তার ভাই। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে একটানা প্রায় ৩২ বছর ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

১৯৮৮ সালে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়। পরে তিনি দীর্ঘদিন পর্যন্ত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়াক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। যুবলীগের দায়িত্ব পালনকালে একই সাথে তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাজনৈতিক সংগঠনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক সংগঠনের সাথে জড়িত থেকে সাধ্য অনুযায়ী মানুষের সেবায় ব্যস্ত রেখেছেন নিজেকে। ভয়াবহ ঘুর্ণিঝড় আম্পানসহ বিভিন্ন দুর্যোগের সময় ও একাপ্রচিত্তে সাধারণ মানুষের পাশে ছিলেন তিনি। এমনকি করোনার এই মহাদুর্যোগেও তিনি পাশে রয়েছেন তাদের। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান তিনি।

দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ তাঁর আচার-ব্যবহারে মুগ্ধ। কলাপাড়াবাসীর অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব সর্বদা হাস্যজ্জল, সদালাপী মঞ্জুরুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও সবার কাছে একজন সফল সমাজ সেবক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন।

মো.মঞ্জুরুল ইসলাম জানান, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে পৌরবাসীর প্রকৃত সেবক হিসেবে তাদের পাশে থেকে কলাপাড়া পৌরসভা কে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত মডেল পৌরসভায় রূপান্তর করবেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাকে যদি দল থেকে মনোনয়ন দেয়া হয় এবং যদি নির্বাচিত হতে পারি তাহলে কলাপাড়া পৌরসভা কে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা, দেশরতœ, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের একজন কর্মী হিসেবে কাজ করবো, ইনশাআল্লাহ্।’

তিনি বলেন, ‘পৌরসভার কয়েকটি ওয়ার্ডে পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় বর্ষার সময় বিভিন্ন বাসা-বাড়ির আঙ্গিনা পর্যন্ত পানি জমে যায়। আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পিতভাবে রাস্তার সঙ্গে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশন ব্যবস্থা করবো। এছাড়া পৌরশহরের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কারের মাধ্যমে পানি চলাচল নিয়মিত রাখা, পৌরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ড্রেনের সঙ্গে যারা টয়লেটের পাইপ সংযুক্ত করেছে সেগুলো বন্ধ করা, ধর্মীয় প্রতিষ্ঠান যেমন-মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, মশা নিধন, শিক্ষার অধিকার যাতে পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে তা নিশ্চিতকরণ। বিশেষ করে শিশু শিক্ষার প্রসারতা করা। এছাড়া পুরাতন রাস্তা মেরামত, নতুন রাস্তা তৈরি ও রাস্তা প্রশস্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করবো।’

তিনি এও বলেন, ‘কলাপাড়া পৌরশহরে এখনও অনেক মহল্লা আছে যেখানের পৌরবাসী বিদ্যুৎ সুবিধা থেকে বি ত। অনেক সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সেসব স্থানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রত্যেকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে পৌরশহরকে ছিঁচকে চোর ও মাদকসেবীদের দখল থেকে মুক্ত করে একটি পরিচ্ছন্ন আধুনিক শহরে পরিণত করবো।’

সম্ভাব্য এ মেয়র প্রার্থী বলেন, ‘পৌরশহরের অভ্যন্তরে প্রবাহিত খালগুলো শহরের প্রাণ। এগুলো ময়লা-আবর্জনা নিষ্কাশন করে শহরকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। অনেক খালই ভরাট করে অবৈধ দখলদাররা দখল করে নিয়েছে। পৌরশহরের এসব খাল দখলমুক্ত ও পুনঃখনন করে পানি সরবরাহ সচল রাখতে কাজ করবো।’

নারী উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সমাজে নারীদের অবহেলা কিংবা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নারীদের সমঅধিকার বাস্তবায়নের জন্য সর্বক্ষেত্রে নিয়মানুযায়ী অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া, সকল দল ও মতের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করবো। কলাপাড়া পৌরসভার ঝিমিয়ে পড়া ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনককে উজ্জীবিত করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবো। আমি স্বচ্ছতার সঙ্গে পৌরবাসীর জন্য কাজ করতে চাই।’

এছাড়াও তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এ কারণে পৌরবাসীর সকল ধরনের সমস্যার সমাধানের মাধ্যমে কলাপাড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করবো। যদিও পৌরবাসীর বিপদাপদে সাধ্যমত পাশে আছি। কিন্তু প্রতিনিধি না হয়ে অনেক কিছুই করা সম্ভব হচ্ছে না। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!