শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন
রাসেল মোল্লা ,কলাপাড়া অফিসঃ
মানবতা যখন আক্রান্ত -নিরবতা তখন অন্যায় নোয়াখালী, খাগড়াছড়ি, সাভার ও সিলট-এই নৃশংসতার শেষ কাথায়? নিযার্তন নিপীড়ন এবং ধর্ষন ক্ষত-বিক্ষত এখন বাংলাদশ আসুন আমরা এর প্রতিবাদ জেগে উঠি। কলাপাড়ায় ৮ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদশ উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্দ্যাগ, কলাপাড়া মহিলা ক্লাবসহ চার সংগঠনের আয়াজন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক সংলগে মনোহারপট্টিতে ঘটাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলন,পূর্বর অপরাধগুলোর ঠিকমত বিচার হলে দেশে আজ হত্যা, খুন, গুম ও ধর্ষন হতো না। তাই এখনই সময় এসব ঘৃনিত ধর্ষকসহ সব অপরাধীদর রাখাল দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত বল মনে করেন বক্তারা।
কলাপাড়া নাগরিক উদ্দ্যাগর আহায়ক কমরেড নাসির তালুকদারর সভাপতিত্ব, সংগঠনের সদস্য শিক্ষক মো: আতাজুল ইসলামর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক নেতা কমরেড এডভোকেট জহিরুল ইসলাম সবুজ, কলাপাড়া মহিলা ক্লাবর সভাপতি (অব:) শিক্ষিকা নমিতা দত্ত, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মা: হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক অমল কর্মকার, (অব:) প্রধান শিক্ষক মো: আবুল হাসান, মানিকমালা খেলাঘর আসরের সাধারন সম্পাদক প্রধান শিক্ষক শাহ সুজাউদ্দিন, সমাজকর্মী দিবাকর সরকার, মো: মতিন, লাখাইন উইন, পটুয়াখালী সরকারী কলেজের ছাত্রী সালমা জাহান প্রমুখ। এসময় প্রিট ও ইলকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃদ উপস্থিত ছিলন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply