
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ওই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের নেতা মোতালেব ফকির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারেকুজ্জামান তারা, উপজেলা সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, নীলগঞ্জ ইউনিয়নের যুবলীগ সভাপতি মোঃ শামীম খলিফা, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া।
সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল আমিন তালুকদার।
Leave a Reply