কলাপাড়ার চাকামইয়ার চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের সংবাদ সম্মেলন | আপন নিউজ

রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
কলাপাড়ার চাকামইয়ার চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের সংবাদ সম্মেলন

কলাপাড়ার চাকামইয়ার চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার চাকামইয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।
এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ও তার স্ত্রী বিএনপি নেত্রী এলিজা বেগমকে দিয়ে চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করাবেন। একারণে মশিউর রহমান শিমুর গঠিত ক্যাডার ভাইয়া বাহিনী চাকামইয়ায় চালাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। যখন তখন ওই বাহিনী রামদা নিয়ে মহড়া দেয়। সাধারণ মানুষ এ কারণে ভীত-সন্ত্রস্ত রয়েছে। স্লোইস দখল, অটোস্ট্যান্ড দখল ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। এখন এ বাহিনীর কারণে চাকামইয়া ইউনিয়নের সকল মানুষ তটস্থ থাকছে। লিখিত বক্তব্যে তিনি আরও জানান,মিজান, হাবিব, রিয়াদ, নেসার, খলিল, জহিরুলসহ ১৫-২০ জনের একটি বাহিনী চাকামইয়া ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। হুমায়ুন কবির কেরামত আরও দাবি করেন, যে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে শিমুর পালিত অটোচালক, ভাড়াটে হোন্ডা চালকদের জড়ো করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে মানববন্ধন করানো হয়েছে। বর্তমানে চাকামইয়া ইউনিয়নের সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে দিতে ভাইয়া বাহিনীর তান্ডব বন্ধে আইনি সহায়তা চেয়েছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু জানান, নিজের অপকর্ম ঢাকতে তার উপরে মিথ্যা অভিযোগ চাপিয়ে দেয়া হচ্ছে। এটি মূল ঘটনা আড়াল করার চেষ্টা। তার কোন বাহিনী নেই। এলিজা বেগম বলেন, এখন আমার পরিচয় আমি চেয়ারম্যানের স্ত্রী এবং আমার স্বামী আওয়াাামী লীগ পরিবারের সন্তান তাই আমার বিএনপি করার প্রশ্নই আসে না, আমি চাকামইয়া ইউনিয়ন থেকে নির্বাচন করব এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান কেরামত হাওলাদার তার অপকর্ম ঢাকতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!