কলাপাড়ায় অডিট সুপার, ভূমি, রাজস্ব’র বিরুদ্ধে অধিগ্রহনের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় বিটিএফ স্কুলের শতভাগ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমপির সংবর্ধনা গলাচিপায় কালবৈশাখী আতঙ্কে তরমুজ চাষিরা তালতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর-জমি পাচ্ছেন ৩০ জন ভূমিহীন ও গৃহহীন বামনা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা বুধবার কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির নাথুরাম সভাপতি, আনোয়ার সম্পাদক নির্বাচিত গলাচিপায় অবশেষে বিয়ে করলেন আরিফ-মারিয়া গলাচিপায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ গৃহ উদ্বোধন বিষয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং এসো মিলি ইতিহাসের আঙিনায় স্মৃতিমন্থনে জেলার শ্রেষ্ঠ থানা মহিপুর, শ্রেষ্ঠ ওসি আবুল খায়ের গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মাঠ মহড়া
কলাপাড়ায় অডিট সুপার, ভূমি, রাজস্ব’র বিরুদ্ধে অধিগ্রহনের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

কলাপাড়ায় অডিট সুপার, ভূমি, রাজস্ব’র বিরুদ্ধে অধিগ্রহনের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় জাল জালিয়াতী কাগজ পত্র তৈরী করে বিধিবহির্ভূত ভাবে জমি অধিগ্রহনের ৯ লক্ষ ৮ হাজার ৩৪৫ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মো: মোস্তাফিজুর রহমান, জেলা অডিট সুপার, ভূমি, রাজস্ব’র বিরুদ্ধে। এনিয়ে ক্ষতিগ্রস্ত পারুল বেগম প্রতিকার পেতে দুদকে অভিযোগ দেয়ার পরও অদ্যবধি প্রতিকার পায়নি সে।

উপজেলার লালুয়া ইউনিয়নের ছোট ৫ নং গ্রামের মো: এফরান হাং’র এর স্ত্রী পারুল বেগম একই গ্রামের বাসিন্দা জেলা অডিট সুপার, ভূমি, রাজস্ব, মো: মোস্তাফিজুর রহমান’র বিরুদ্ধে জাল জালিয়াতী কাগজ পত্র তৈরী করে বিধিবহির্ভূত ভাবে জেএল নং ১৬, নয়াকাটা মৌজার, পায়রা বন্দর কর্তৃক ১৪/২০১৫-১৬ কেস’র অধীন তার বাড়ী-ঘর, জমি অধিগ্রহনের ৯ লক্ষ ৮ হাজার ৩৪৫ টাকা আত্মসাতের অভিযোগ করেন উপ-পরিচালক, দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী, বরাবর। এরপর দুদক প্রধান কার্যালয়ের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) আ ন ম আল ফিরোজ ২রা ডিসেম্বর ২০১৯, স্মারক নং-০০.০১.৭৮০০.৬৫৩.২৬.০০৩.১৯-৪৬৭৯০এ এক মাসের মধ্যে অনুসন্ধানপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক, পটুয়াখালীকে অনুরোধ জানান। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ‚মি অধিগ্রহন কর্মকর্তা লুৎফুন্নেসা খানম ১ জানুয়ারী ২০২০, স্মারক নং-৩১.১০.৭৮০০.০১৩.১০.০০১.১৯-০৭এ বর্নিত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত সহ জরুরী ভিত্তিতে প্রতিবেদন দাখিল করার জন্য রেভিনিউ ডেপুটি কালেক্টর বকুল চন্দ্র কবিরাজকে নির্দেশক্রমে অনুরোধ জানানোর দীর্ঘ ১০ মাসেও রহস্যজনক কারনে এর কোন অগ্রগতি হয়নি। তবে এনিয়ে লুৎফুন্নেসা খানম বলেন সে পদোন্নতি পেয়ে ইউএনও হয়ে বরিশাল বিভাগীয় কমিশনার’র কার্যালয়ে কর্মরত রয়েছেন। আর বকুল চন্দ্র কবিরাজও পদোন্নতি জনিত বদলী হয়েছেন। তবে দীর্ঘদিনেও ভুক্তভোগী পারুল বেগম’র অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানপূর্বক মতামতসহ প্রতিবেদন প্রেরনের ব্যবস্থা গ্রহনে কালক্ষেপনের বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী’র বর্তমান ভ‚মি অধিগ্রহন কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, ’এ সংক্রান্ত একটি অভিযোগ রেভিনিউ ডেপুটি কালেক্টর’র দপ্তরে আছে। তিনি তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করার পর দুদক, প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’

রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: ইবনে আল জায়েদ হোসেন বলেন, ’আমি সদ্য এ দপ্তরের দায়িত্ব পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক মতামত তৈরীতে সময় লাগবে।’

এ বিষয়ে জেলা অডিট সুপার, ভূমি, রাজস্ব, মো: মোস্তাফিজুর রহমান বলেন, ’পারুল বেগম’র অভিযোগের বিষয়টি অফিসিয়াল ভাবে নিস্পত্তি করা হয়েছে। তার অভিযোগটি ছিল মিথ্যা, ভিত্তিহীন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!