সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
দেশব্যপী ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন করেছে ধুলাস্বরের সর্বস্তরের ছাত্র-জনতা। রবিবার শেষ বিকালে উপজেলার বাবলাতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন ধুলাসার ইউপি সদস্য নেছার উদ্দীন, শিক্ষার্থী সাব্বির ও নিয়াজ মাহমুদ। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বক্তারা ধারাবাহিক ধর্ষন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও যৌন হয়রানির বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদের সচেতন হবার দাবী জানান। এসময় ঘরের বাইরে স্বাভাবিক পরিবেশে চলাচলের নিরাপত্তার গ্যারন্টি ও দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী করেন তারা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply