রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন
চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় যৌন নিপীড়নের দায়ে মো.হারুন (৩৫) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। শনিবার দুপুর ১ টার দিকে তাকে পৌরশহরের বাদুরতলী এলাকা থেকে আটক করা হয়। সে ওই এলাকার মো.চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা গেছে, একই এলাকার ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন চালালে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে । এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মামলটি দায়ের করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply