কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামের এমাদুলের স্ত্রী সালমা(২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ওই গৃহবধূর ১১ মাসের একটি শিশু সন্তান রয়েছে।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে স্বামীর সাথে ঝগড়া করে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা ধারণা করছে। কলাপাড়া থানার পুলিশ সোমবার সকালে ওই বাড়ি থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পরই স্বামী এমাদুল কে আটক করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত করা হবে, এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে, তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত না করা পর্যন্ত বলা যাচ্ছে না।
Leave a Reply