পটুয়াখালী জেলায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কাউনিয়ায় প্রাণী সম্পদ সেবা ও প্রদর্শনী মেলা কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের উদ্বোধন তালতলীর ইউপি চেয়ারম্যানের নগ্ন ও আপত্তিকর ভিডিও ক্লিপ ভাইরাল দীর্ঘদিন বিরতি ও তিব্র গরমের পরে কলাপাড়ায় তিন মিনিটের বৃষ্টি তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল; কমিটি বিলুপ্ত কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ১৩৬ পরিবারের রাতের ঘুম হারাম; শুধু এক খন্ড খাস জমির দাবি আমতলীতে মুজিবনগর দিবস উদযাপন আমার জন্য ষ্টেইজ ও ফুলের দরকার নেই; আমি গণমানুষের নেতা-গণ সংবর্ধনায় সাংসদ টুকু কলাপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে অধ্যাপক ইউসুফ আলী তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল
পটুয়াখালী জেলায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর মানববন্ধন

পটুয়াখালী জেলায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর মানববন্ধন

আপন নিউজ ডেস্কঃ 
পটুয়াখালী জেলায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দেশের প্রতিটি উপজেলায় সদ্য সরকারিকৃত ৩০২টি কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরী ১৬ ডিসেম্বরের মধ্যে সরকারিকরণের জোর দাবি জানিয়ে মানববন্ধন করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) পটুয়াখালী।
সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সকশিস পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের প্রভাষক মো. আবু ইউসুফ। পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কৃষিবিদ লিটন এর সঞ্চালনায় ও রাঙ্গাবালী সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তারা ৭ দফা দাবি উল্লেখ করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের সহকারী অধ্যাপক জনাব কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। পটুয়াখালী জেলার সকশিসের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. নিজাম উদ্দিন শিকদার। সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সদ্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে আত্তীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ হতে কর্মরতদেরকে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখের মধ্যে এডহক নিয়োগ দিতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ঢাকায় মহাসমাবেশ করে দাবি আদায় করতে হবে। সকল শিক্ষককে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। আমাদের জেগে ঘুমিয়ে থাকলে হবে না, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ষড়যন্ত্র প্রতিহত করে শিক্ষকদের দাবি আদায় করতে হবে।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সকশিস নেতা, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম কেনান, প্রভাষক মো. গিয়াসউদ্দিন, প্রভাষক আঃ রাজ্জাক, প্রভাষক মো. সাইফুজ্জামান টুটুল, প্রভাষক মো. সালেহ মাহমুদ, প্রভাষক মু. কাওসারুল আলম,  সহকারি অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক মো. ওহাব মিয়া, প্রভাষক ফজলুল হক, প্রভাষক সালাউদ্দিন, প্রভাষক মো. আবু জাফর, প্রভাষক মো. রাশেদুল হক প্রমুখ। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!