বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
রাসেল মোল্লাঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল রাত থেকে বরিশাাল বিভাগের উপকূলবর্তী স্থানগুলোতে একটানা ১৬ ঘন্টা ধরে মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ শুরু হয়েছে। যা এখনো চলমান আছে।
আজ থেকে দেশের প্রায় সর্বোত্র কমবেশি বৃষ্টিপাত শুরু হতে পর্যায়ক্রমে। যার ফলে চলমান দাবদাহ থেকে মুক্তি মিলবে । বৃষ্টির সাথে ঝড়ো বাতাস থাকবে উপকূলীয় এলাকাগুলোতে। যার ফলে সকল সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি পরবর্তী নিম্নচাপ/গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামিকাল নাগাত ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও তৎসংলগ্ন বাংলাদেশের সুন্দরবন উপকূল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। যার ফলে ওই সময় বৃষ্টি ও ঝড়ো বাতাসের পরিমাণ আরো বাড়তে পারে। তবে ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি এখনো অনিশ্চিত। এছাড়া টানা ১৪ ঘন্টা ধরে বৃষ্টি এর কারনে কলাপাড়া পৌর শহরের একাধিক এলাকা বাসা বাড়িতে পানি উঠেছে আবার অনেকের রান্না ঘর পানিতে তলিয়ে থাকার কারণে চুলা জ্বালাগে পারেণি অনেক রমণী। বৃষ্টির কারনে প্রায় ১২ঘন্টা ধরে পৌর শহরে বিদ্যুৎ নাই বিদ্যুৎতের সাথে তাল মিলিয়ে পৌর সভার পানিও বন্ধ রয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply