মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

চঞ্চল সাহা,কলাপাড়াঃ পটুয়াখালীর-৪ (কলাপাড়া-রাংগাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদারের কলাপাড়া আগমন উপলক্ষে হাজার হাজার নেতা-কর্মীরা বিশাল একটি শো-ডাউন করেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে তিনি কলাপাড়ায় এসে পৌছঁলে নেতা-কর্মীরা তাকে মিছিল সহকারে এগিয়ে আসে। মিছিলকারীরা এসময় ”কলাপাড়ার মাটি মাহবুবুর রহমান তালুকদারের ঘাঁটি” শ্লোগানে শ্লোগানে পৌরশহর প্রকম্পিত করে তোলে। মাহবুবুর রহমানের ব্যক্তিগত মাইক্রোবাসটি ঘিরে হাজারো নেতা-কর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা দেখায়। হাজারো মানুষের ভালবাসায় সিক্ত মাহবুবুর রহমান জনগনের উদ্দেশ্যে হাত নেড়ে ভালবাসা দেখান। দীর্ঘ চার বছর পরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পেয়ে অনেককেই আবেগে আপ্লুত হতে দেখা গেছে। জনতার ঢল দেখে আ’লীগের অজ্ঞাত এক ভক্তকে কেঁদে ফেলতেও দেখা গেছে।
পরে প্রধানমন্ত্রী’কে বিএনপির প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply