শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মোসা: ফাতেমা বেগমের মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রোববার শেষ বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ফাতেমা বেগমের স্বামী মোঃ সাইদুল মৃধা বাদী হয়ে মোঃ হিমু, আঃ হক হাওলাদার, মোঃ শাহ আলম কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে মোঃ সাইদুল মৃধা বলেন, আমার চাষাবাদ করা জমিতে খেসারি ডাল রোপন করি। উক্ত ডাল খেতে বিবাদীদের গরু প্রবেশ করে আমার চাষাবাদ করা জমির ফসল নষ্ট করে। প্রায় সময়ই বিবাদীদের গরু ও ছাগল আমার রোপনকৃত ডাল খেতে ডুকিয়ে ফসল নষ্ট করে এবং তাদেরকে বার বার নিষেধ করা স্বত্বেও আমার কথার কোন কর্নপাত না করে সর্বদা গায়ের জোরে আমার উপর জোর জুলুম করে আসছে। তারা ক্ষমতার প্রভাব দেখায় রোববার বিকাল অনুমান ৬ টায় আমার ডাল খেতে গরু প্রবেশ করলে আমি দেখতে পাই, আঃ হক হাওলাদার কে ঠেকে গরু ছাড়ার কারন জানতে চাইলে আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গাল মন্দ করে। উক্ত গাল মন্দের শব্দ শোনে আমার স্ত্রী মোসা: ফাতেমা বেগম আসলে মোঃ হিমু, আঃ হক হাওলাদারের হাতে থাকা মরিচের গুড়া আমার স্ত্রীর চোখে মারে। তার চিৎকারে আমার মেয়ে আসে এবং মোঃ হিমু এর হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। দ্রুত চিকিৎসার জন্য জন্য আমার স্ত্রী নিয়ে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করি। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তিনি আরো বলেন, তাদের হাতে থাকা লোহার রড, আমার স্ত্রী মাথায় আঘাত করে বলে তোকে আর জীবিত রাখবো না তাতে মারার উদ্দেশ্যে মাথায় বারি মারে এবং বিবাদী ভয়ভীতি হুমকী প্রদর্শন করে। গলায় থাকা স্বর্ণের চেইন আট আনা ওজনের যার বর্তমান মূল্য ৭০,০০০/-টাকা ও কানের থাকা স্বর্নের দুল যাহার ওজন পার্ট আনা বর্তমান মূল্য ৪৫০০০/-টাকা সর্ব মোট ১,১৫,০০০/-টাকা ২ নং বিবাদী জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply