রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ ঢাকাস্থ আমতলী উপজেলা স্বপ্নছায়া সেবামূলক সামাজিক সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুলশান ২ শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল রোড ১১৩ এ বাসা ১০, বাসভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ তাইফুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা মোঃ আল কামরান, মোঃ রাসেল হাওলাদার।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রাহাতুল ইসলাম সুমন গাজী, শ্রমিক নেতা আল কামরান, সহ-সভাপতি মুহাম্মদ রাসেল হাওলাদার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়া হাওলাদার প্রমূখ।
বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খান বলেন, ঢাকাস্থ আমতলী উপজেলার বিভিন্ন শ্রেনী এবং পেশাজীবি মানুষের কল্যানে পাশে থাকা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা এটাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় অনুষ্ঠানের সভাপতি মোঃ রাহাতুল ইসলাম সুমন গাজী ও সাধারন সম্পাদক মোঃ আলআমিন খান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া হাওলাদার সহ ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা ও উপস্থিত সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
কমিটিতে সহ সভাপতি যারা হলেন- সিঃ সহ সভাপতি মোঃ তাইফুল ইসলাম মৃধা, সহ-সভাপতি মোঃ রাসেল হাওলাদার, সহ সভাপতি মোঃ কামাল বিশ্বাস,সহ সভাপতি মোঃ সোহাগ বিশ্বাস।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply