শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।’
বুধবার (১২ ফেব্রুয়ারি) শেষ বিকালে গলাচিপায় পৌরমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘সংস্কারের ক্ষেত্রে আমরা কোনও আপস করবো না। অন্তর্বর্তী সরকার সংস্কার ভালভাবে করা উচিত- যাতে আমরা সুষ্ঠু নির্বাচনে যেতে পারি। নির্বাচনের আগে অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে। আগের শাসনামলগুলো জনগণ ও দেশের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল। তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তনও করেছিল। সেগুলোই প্রথমে বাদ দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতির নির্বাচনে এককভাবে দল ক্ষমতায় যায়। যাওয়ার পর ফ্যাসিস্ট, খুনি ও পাচারকারী হয়। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।’
চরমোনাই পীর বলেন, ‘আপনারা তিন তিনটি শাসন দেখেছেন। জাতীয় পার্টির স্বৈরশাসন, বিএনপির দুর্নীতিবাজ সরকার, আওয়ামী লীগ ছিল স্বৈরাচার ও গণহত্যাকারী। এদের সবাইকে দেখেছেন। এরা সরল পথ বাদ দিয়ে বাঁকা পথে ক্ষমতায় এসেছে। এরা সব সময় আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। এরা আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। এবার আমাদেরকে সুযোগ দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় তা আপনারা জানেন। তবুও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জাকির হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান, উপদেষ্টা মুহাম্মদ মোশারফ হোসেন মাতুব্বর, সহ-সভাপতি হাওলাদার মুহাম্মদ সেলিম মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবুল বশার জিহাদী প্রমুখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply