শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এতে সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ সুজা উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সভাপতি কাজী মনির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিমসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের অধিকার ও কল্যাণের বিষয়ে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply