শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ ঈদ-উল ফিতুরের ছুটিতে তালতলী উপজেলা শহরের টিএন্ডটি সড়কের নয় বাড়ীতে চুরি সংঘঠিত হয়েছে। চোর চক্র ওই সকল বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে।
জানাগেছে, পবিত্র ঈদ-উল ফিতরের ছুটিতে ফাঁকা পেয়ে তালতলী উপজেলার শহরের টিএন্ডটি সড়কের নয়টি বাসায় চুরি করে চোর চক্র। চোর চক্র জিয়াউল হক রুবেল, রাশেদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, ইউসুফ আকন, গোপাল চন্দ্র বিশ্বাস, নাদিয়া আক্তার মেরি, শাহনাজ আক্তার, আফতাব উদ্দিন ও নান্না মিয়ার ঘর চুরি করে। এর মধ্যে রুবেলের বাসা থেকে ১২ হাজার টাকা ও ৬ আনা স্বর্নের হাতের তিনটি আংটি এবং আফতাব উদ্দিনের ঘর থেকে দুই ভড়ি স্বর্নালংকার নিয়ে গেছে। উল্লেখ এ সকল বাসাগুলোর বসবাসকারীরা সকলেই চাকুরীজীবি। ঈদের ছুটিতে তারা বাড়ী গিয়েছেন। ওই ফাঁকে চোর চক্র চুরি করেছে।
জিয়াউল হক রুবেল বলেন, এ সকল বাসায় বসবাসকারীরা সকলেই চাকুরীজীবি। ঈদের ছুটিতে সকল বাড়ীতে বেড়াতে গেছেন। ওই ফাঁকে চোর চক্র চুরি করেছে। তিনি আরো বলেন, তার ঘর থেকে নগদ বার হাজার টাকা ও তিনটি হাতের আংটি নিয়েছে।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। চোর চক্র গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply