চায়না বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল আমতলীতে নির্মাণের দাবী | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় মানসিক ভারসাম্যহীন নারী নি’হ’ত
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল আমতলীতে নির্মাণের দাবী

চায়না বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল আমতলীতে নির্মাণের দাবী

আমতলী প্রতিনিধিঃ চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল আমতলী-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন স্থানে নির্মাণ দক্ষিণাঞ্চলের ২০ লক্ষাধীক মানুষের সময়ের দাবী। এখানে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বরগুনা জেলা বিএনপির সদস্য সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীন আবেদন করেছেন।

জানাগেছে, বাংলাদেশে সর্ব দক্ষিণের বঙ্গোপসাগর উপকুলীয় জেলা পটুয়াখালী ও বরগুনা। প্রাকৃতিক দূর্যোগ সাইক্লোন, বন্যা, জলোচ্ছ্বাস, লবনাক্ততা, খরা, নদীভাঙ্গন, দুর্ভীক্ষসহ প্রাকৃতিক দূর্যোগ সঙ্গে সংগ্রাম করে এ দুই জেলার মানুষের বসবাস করতে হয়। ভৌগোলিক অবস্থানের কারণে সাগর উপকূল ও নদী নালা দ্বারা বেষ্টিত – এ অঞ্চলের উপর প্রাকৃতিক দূর্যোগ ঘুর্ণিঝড় এবং সামুদ্রিক প্লাবনের প্রকোপ অত্যন্ত বেশী। উন্নত হাসপাতাল না থাকায় প্রাকৃতিক দূর্যোগের শিকার হয়ে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ সু-চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বৃহত্তর বরগুনা-পটুয়াখালী জেলার মানুষ বারংবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হলেও আজব্দি এ জেলা দুটিতে উন্নত স্বাস্থ্য সেবায় উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। ফলে বৃদ্ধ মা – বাবাসহ, গর্ভবতী বোনেরা সু-চিকিৎসার অভাবে প্রসব যন্ত্রণায় অকালে মারা যাচ্ছে। বঙ্গোপসাগর কোল ঘেষিত বরগুনা-পটুয়াখালী জেলায় ১৪ টি উপজেলায় প্রায় ৫৫ লাখ মানুষের বসবাস।

চায়না-বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর হওয়ায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক (চায়না পাওয়ার কোল্ড- পায়রা) তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বরগুনা জেলার তালতলী উপজেলায় ৩২৫ মেগাওয়াটের চায়না পাওয়ার কোল্ড -তালতলী-বরিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যমান। বর্তমানে উক্ত পাওয়ার কোল্ড প্রতিষ্ঠানে হাজার হাজার চায়না নাগরিকের বসবাস। এছাড়াও বরগুনা-পটুয়াখালী জেলায় সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিষ্ঠান বিদ্যমান। পটুয়াখালী-বরিশাল সেনানিবাস, কলাপাড়া উপজেলায় পায়রা গভীর সমুদ্র বন্দর, পায়রা শের-ই-বাংলা নেভাল একাডেমি, পায়রা কোস্ট গার্ড একাডেমি, পৃথিবীর দীর্ঘতম (৭০.৫০) বর্গকিলো কুয়াকাটা সমুদ্র সৈকত, কুয়াকাটা হোটেল-মোটেল, কুয়াকাটা নারিকেল বাগান ও রাখাইন পল্লী, কুয়াকাটা বৌদ্ধ বিহার, পটুয়াখালী বৌদ্ধ বিহার, বরগুনা সদর উপজেলার মোহনা পর্যটনকেন্দ্র, ছনবুনিয়া অভয়রণ্য, তালতলী উপজেলার (২৩) বর্গকিলো শুভসন্ধ্যা সমুদ্র সৈকত, (৪৩) বর্গকিলো টেংরাগিরি অভয়রণ্য পর্যটনকেন্দ্র, তালতলী রাখাইন পল্লী, তালতলী বৌদ্ধ বিহার, নিলীমা পয়েন্ট, বিহঙ্গ দ্বীপ, লালদিয়া বন, হরিণঘাটা বন ও মুক্তিযুদ্ধের স্মৃতি সপ্তর্ষি, বরগুনা-পটুয়াখালী জেলায় বহুবিধ উন্নয়ন কার্যক্রম চলমান এ জেলা দুটিতে। দেশ-বিদেশের হাজার হাজার নাগরিক নিয়মিত কর্মক্ষেত্রে কর্মচাঞ্চল্যসহ লাখ লাখ ভ্রমনপিপাষু পর্যটকগণ অপরূপ দর্শনীয় পর্যটন স্পটগুলোতে নিয়মিত ভ্রমণ করে যাচ্ছে। এ সকল মানুষের উন্নত স্বাস্থ‌্য সেবায় উন্নত মানের হাসপাতাল প্রয়োজন। চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতাল প্যাকেজের আওতাধীন বরগুনা জেলার আমতলী উপজেলায় আমতলী-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন চায়না-বাংলাদেশ-আমতলী ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মান দক্ষিনাঞ্চলের লক্ষাধীক মানুষের সময়ের দাবী। এখানে হাসপাতাল নির্মিত হলে চায়নাসহ উপকুলীয় অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ‌্য সেবা পাবে।

আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজান ও উন্নয়ন কমী ফযসাল বারী বলেন, উপকুলীয় মানুষের স্বাস্থ‌্য সেবায় উন্নত মানের হাসপাতাল নেই। তাই উপকুলের লাখ লাখ প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ‌্য সেবা থেকে বঞ্চিত। তাই আমতলীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতান নিমাণের দাবী তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাথর্ী বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগর ঘেষিত জেলা পটুয়াখালী ও বরগুনার লাখ লাখ মানুষ উন্নত স্বাস্থ‌্য সেবা থেকে বঞ্চিত। এ সকল মানুষের উন্নত স্বাস্থ‌্য সেবায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল আমতলী-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন স্থানে নির্মাণ করা অতিব প্রয়োজন।

তিনি আরো বলেন, এ হাসপাতাল নিমাণ দক্ষিনাঞ্চলের মানুষের সময়ের দাবী। আমতলীতে এ হাসপাতাল নিমাণের দাবী জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন এবং মুখ‌্য সচিবকে অবহিত করেছি। আশা করি দক্ষিণাঞ্চলের মানুষের দাবী বাস্তবায়ন হবে।

আমতলী উপজেলা নিবাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপকুলীয় কয়েকটি জেলার সঙ্গে আমতলীর উন্নত যোগাযোগ ব‌্যবস্থা রয়েছে। এখানে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল হলে প্রান্তিক জনগোষ্ঠী বেশ উপকৃত হবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!