শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ভোররাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ৯ মে ভোর আনুমানিক ৪:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হলেন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান শুভ, আওয়ামী লীগের সদস্য মোঃ শফিকুল ইসলাম, মিঠাগঞ্জ ইউনিয়নের যুবলীগের সদস্য মোঃ ফেরদৌস।
কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply