কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকরাই জাতির দিকনির্দেশক ও মেধার কারিগর। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কোনো জাতি টিকে থাকতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে একটি পূর্ণ সংস্কার আনা হবে-যেখানে শিক্ষকদের মর্যাদা ও অধিকার সর্বাগ্রে থাকবে। আমরা শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তন করব, তাদের চিকিৎসা, বাসস্থান ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করব। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আলাদা তহবিল গঠন করা হবে। শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে, কারণ তাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে ওঠে।”

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

সভা সঞ্চালনা করেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল এমরান হারুন, এবং নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক আবু তালেব ইভান।

মতবিনিময় সভায় কলাপাড়ার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!