
আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী’ ২০১৯ পরীক্ষায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মোজাহারউদ্দিন বিশ্বাস বাড়ির বিশ্বাস আল মামুন বুলবুলের একমাত্র ছেলে বিশ্বাস আরিয়ানা আল সিয়াম এ+ পেয়েছে।
কলাপাড়া সরকারি মঙ্গলসুখ মডেল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী বিশ্বাস আরিয়ানা আল সিয়াম এ+ পেয়েছে।
বিশ্বাস আরিয়ানা আল সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছে তার পরিবারসহ শুভানুধ্যায়ীরা।
Leave a Reply