নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক | আপন নিউজ

শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে নুরুল ইসলামের মৃত্যু দিবস পালন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি বিপুল হাওলাদার, সাধারন সম্পাদক গোফরান পলাশ কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কমিটি গঠন; সভাপতি মুক্তা সম্পাদক রাসেল মোল্লা বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন; রাহাত সভাপতি কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০২ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে সুবন্ধির বাঁধ লক্ষাধিক মানুষের মরণ ফাঁদ; কাটার দাবীতে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী; ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক

নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক

পটুয়াখালী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরন করা হয়েছে। নারী শিক্ষা প্রসারে কিশোরী শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার জন্য গলাটিপা উপজেলা প্রশাসন এ সাইকেল বিতরন করেছে। উপজেলার ১০টি গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয়ে ৫০জন শিক্ষার্থীর মাঝে শনিবার সকাল ১০টায় এ সাইকেল বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। গলাচিপা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মতিউল ইসলাম চেীধুরী বলেন, বর্তমান বাংলাদেশে নারীর সক্ষমতা বেড়েছে। নারীদের শিক্ষার উন্নয়নের শেখ হাসিনার সরকার উপবৃত্তি থেকে শুরু করে সকল পর্যায়ে শিক্ষার উন্নয়নে ব্যাপক সহায়তাসহ শিক্ষা প্রথিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছেন। আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের ভাল লেখাপড়া করে জীবনকে সুন্দর ও দেশের উন্নয়নে সকলকে আহ্বান জানান।
শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। প্রাইভেট এবং গাইড বই, নোট বই দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত না করে প্রকৃত পাঠদান ও মানবিক মূল্যবোধ তৈরি করার আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর জন্ম শত বর্ষ উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ সার্থক ও সফল করার জন্য সকলকে দেশ প্রেমে ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক মহোদয় রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে জেলে সম্প্রদায় মান্তা জনগোষ্ঠীর শতাধিক পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসফাকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও ইউপি চেয়ারম্যান আবু হানিফ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!