আমতলীতে নির্বাচনী সভা | আপন নিউজ

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালীস্থ গলাচিপাবাসী”র আয়োজনে ইফতার মাহফিল আমতলী গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাধের জমি অবৈধ দখলে ৬১ ঘর উচ্ছেদে নোটিশ আমতলীতে আইনশৃঙ্খলা কমিটির সভা গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সিপিপি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের কলাপাড়ায় ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে পলিথিন কিংবা খবরের কাগজে ঠিকাদারের গাফিলতিতে আমতলী উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজ অনিশ্চিত গলাচিপা হাসপাতালে চলছে রমরমা কমিশন বাণিজ্য, রোগী এলেই পরীক্ষা তালতলীতে মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি করায় দোকানিকে ১২ দিনের কারাদণ্ড গলাচিপা ইউএনওর স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ
আমতলীতে নির্বাচনী সভা

আমতলীতে নির্বাচনী সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামসুদ্দিন ছজুর ভাইয়ের ছেলে মাওলানা মোঃ ফজলুল হক নির্বাচনী সভা করেছে। রবিবার রাতে পশ্চিম চুনাখালী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, আগামী মার্চ মাসের শেষের দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার কথা রয়েছে। ওই তফসিল ঘোষনার খবরে কুকুয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জোরে শোরে উঠান বৈঠক ও সভা সমাবেশ করে প্রার্থীতা জানান দিয়ে দলীয় মনোনয়ন ও ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে ওই ইউনিয়নের একাধিকবার নির্বাচিত স্বর্নপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু তার ভাইয়ের ছেলে মাওলানা মোঃ ফজলুল হককে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সভা করে ঘোষনা দিয়েছেন। ভাইয়ের ছেলেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। ওই প্রার্থীতা ঘোষনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু। বক্তব্য রাখেন গাজী বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম, বরিশাল ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু জাফর, ঘটখালী আমিনুদ্দিন মহিলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ছালাম, প্রভাষক খালিদ হোসেন, সাবেক সমাজসেবা অফিসার মোঃ ফজলুল হক নান্না, রহমতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, আমড়াগাছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নাসির মোল্লা, আবদুল মান্নান হাওলাদার প্রমুখ। ওই উঠান বৈঠকে কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহন করেন।
সম্ভাব্য প্রাথী মাওলানা মোঃ ফজলুল হক বলেন, আমার চাচা সামসুদ্দিন আহম্মেদ ছজু কুকুয়া ইউনিয়নের পাচবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। চাচার ধারাবাহিকতা ধরে রাখতেই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, আমার পরিবার আওয়ামীলীগ পরিবার। আওয়ামীলীগ মনোনয়ন পাওয়ার চেষ্টা করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!