দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস | আপন নিউজ

বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার
দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস

দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিজেআরআই দেশি পাট-৮ জাতের জনপ্রিয়করন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জুট ফার্মিং সিস্টেম বিভাগ ও পাট গবেষণা উপকেন্দ্র কলাপাড়ার যৌথ আয়োজনে মঙ্গলবার কুয়াকাটার খাজুরায় অনুষ্ঠিত হয় এ মাঠ দিবস। পাট গবেষনা ইনস্টিটিউটের প্রধাান বৈজ্ঞামিক কর্মকর্তা ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম শাহাদৎ হোসেন, পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাট গবেষণা ইনস্টিটিউট কলাপাড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার।

এসময় বক্তারা বলেন, খরিপ-১ মৌসুমে জেলার উপকূলীয় এলাকায় অনেক জমি পতিত পরে থাকে। এসব জমিতে লবন সহিষ্ণু বিজেআরআই দেশি পাট-৮ জাতের চাষস করলে কৃষক লাভবান হবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কৃষখদের এ জাতের পাট চাষে সহযোগিতাসহ বীজ দিয়ে সহায়তা করছে। নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে।

পরে উপস্থিত কৃষকদের নিয়ে বিজেআরআই দেশি পাট-৮ জাতের বেশ কয়েকটি প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়। মাঠ দিবসের এ কর্মশালায় প্রায় শতাধিক প্রান্তিক চাষী অংশগ্রহন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!