সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের পুর্ব চাকামইয়া চুঙ্গাপাশা আবাসনে গতরাতে দুই সন্তানের জননীকে টিনের ঘরের বেড়া কেটে ধর্ষনের চেষ্টা চালায় নারী লিপ্সু এমরান মুন্সী। এমন অভিযোগ দুর্ভোগী দুই সন্তানের জননীর।
মঙ্গলবার গভীর রাতে একই আবাসনের ইয়াসিন মুন্সীর পুত্র ইমরান মুন্সী বাস চালক রুবেল হাওলাদারের ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে দুই সন্তানের গৃহবধুকে জোরপুর্বক ধর্ষনের চেস্টা করলে গৃহবধূর ডাকচিৎকারে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই আবাসনের গৃহবধুদের ওপর লোলুপ দৃস্টিতে একের পর এক অঘটন চালিয়ে যাচ্ছিল এমরান মুন্সী। ওই আবাসনের শ্রমজীবী স্বামীদের অনুপস্থিতিতে এমরান মুন্সী মোবাইল ফোনে একাধীক গৃহবধুদের ছবি ধারন করে ব্লাক মেইলিং করার অভিযোগ বিরাজমান।
সম্প্রতি ওই আবাসনের গৃহবধুদের ছবি ভিডিও করাকে কেন্দ্র করে এক শালিশ বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির, মাওঃ হানিফ, আবুল গাজী, রাসেল হাওলাদার’র উপস্থিতিতে গৃহবধুদের উত্তক্ত করার অপরাধে ভরা মজলিসে জুতা পেটা করে শতর্ক পুর্বক মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছিল।বাস চালক রুবেলের স্ত্রী দুই সন্তানের জননী রিপোর্ট লেখা পর্যন্ত অজানা শংকায় রয়েছে।
এ ঘটনায় ওই আবাসনের অপর বাসিন্দারা এমরান মুন্সীকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply