বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

আপন নিউজ অফিস: দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে জলাতঙ্ক টিকাদান (এমডিভি) কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সিডিসি, ডিজিএইচএস স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপত্বি করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদর। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষেদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর সভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহ-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডা. মানিকুল আলম,ডা.আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, মো. হুমায়ূন কবীর, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন কবীর, এমডিভি’র সুপার ভাইজার শিশির চক্রবর্তী, মো. হাসান তাসাউফ প্রমুখ।
আগামী ৭ অক্টোবার থেকে ১১ অক্টোবার পর্যন্ত একযোগে উপজেলার ১২ ইউনিয়নে ও ২টি পৌর সভায় কুকুরকে টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়ন করা হবে।প্রতিটি পৌরসভায় ৫টি ও ইউনিয়নে ২টি করে টিম সকাল ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল ধরনের কুকুরকে টিকাদান করবেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply