মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় প্রতারক চক্রের সদস্যরা পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছে টাকা দাবী করেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের সদর রোড এলাকার হাওলাদার বীজ ভান্ডারের মালিক গৌতম চন্দ্র হাওলাদারের কাছে একটি বিকাশ নাম্বার দিয়ে ১৫ হাজার টাকা দাবী করাহয়। এ ঘটনায় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিমকে বিষয়টি অবগত করা হয়েছে।
ব্যবসায়ী গৌতম হাওলাদার জানান, তার ১০৭১৯৭৬৪০৫১ মোবাইলে প্রতারক চক্রের এক সদস্য নিজেকে পুলিশের সাবইন্সপেক্টর মনির পরিচয় দিয়ে ১০৮৪৬২৯৫৬৩৯ এ মোবাইল নাম্বার থেকে কল করে ০১৪০৯১৪৮৯৮০ বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠাতে বলে।
এতে ওই প্রতারক সাবইন্সপেক্টর গৌতম চন্দ্র হাওলাদারকে বলেন’ আপনার ছোট ভাই সাংবাদিক উত্তম কুমার হাওলাদারকে মাদক সহ আটক করা হয়েছে। এতে উত্তম কুমার হাওলাদারের কান্না জড়িত কন্ঠ (নকল কন্ঠ) তাদেরকে শোনায়। তাৎক্ষনিক উত্তম কুমার হাওলদারের ছোট ভাই কাজল হাওলাদার উত্তম কুমার হাওলাদারকে মোবাইল ফোনে কল করলে উত্তম রিপোটার্স ক্লাবে অবস্থান করছে বলে জানায়। পরে তারা প্রতারনার বিষ্য়টি থানায় ওসি মো.জসিমকে জানায়।
উত্তম কুমার হাওলাদার দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি। এর আগে প্রতারক চক্রের সদস্যরা কলাপাড়া পৌরশহরের জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার এবং সাহা কেবিনে কখনো উপজেলা নিবার্হী কর্মকর্তা কখনো ভ্রাম্যমান আদালতের বিচারক পরিচয় দিয়ে প্রতারনা মূলক টাকা দাবী করে ব্যর্থ হয় বলে জানা গেছে।
এদিকে, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবি মানুষদের এক শ্রেনীর প্রতারক চক্র প্রতারনা মূলক কৌশল করে কিংবা কন্ঠস্বর নকল করে টাকা দাবী করে আসছে যা সাধারন মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করেছে।
এ ব্যাপারে উত্তম কুমার হাওলাদার জানান, প্রশাসনের উচিৎ বিষয়টি খতিয়ে দেখা। কখনো কখনো ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা দাবী, এখন আবার সাংবাদিকদের টার্গেট নিয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, সাংবাদিকের বিষয়টি অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply