মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে সিএনজি ও ঢাকাগামী বাসের সংঘর্ষে ৪ আহত হয়েছেন।
সোমবার ১১ টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের মোস্তফাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এরা হলেন, গলাচিপার সাখাওয়াত হোসেন (২৬), হাসান (২২), কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের ইউসুফ (৩০) ও পটুয়াখালী সদরের মিজান (২৬)। আহতরা সবাই সিএনজির যাত্রী।
আহতরা জানান, কলাপাড়া থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কুয়াকাটা উদ্দেশ্যে রওনা দেন, অন্য দিকে কুয়াকাটা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন সিএনজিটিকে ধাক্কা দিয়ে, এতে সিএনজিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। অল্পের জন্য সিএনজিতে থাকা যাত্রীরা বেঁচে যান। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply