মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদনঃ কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১লা মে) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম সর্দারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান ও দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply