মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

চঞ্চল সাহা, কলাপাড়াঃ কলাপাড়ায় অতিরিক্ত তাপদাহ এবং সুপেয় পানির অভাবে গত এক সপ্তাহে অন্ততঃ পাঁচশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। এদের মধ্যে মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত ১৭৩ জন রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এছাড়া উপজেলার ১২ ইউনিয়নের ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে তিন শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে। বর্তমানে স্যালাইন সংকট রয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, অতিরিক্ত তাপদাহ, বিভিন্ন স্থানে সুপেয় পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন এ স্বাস্থ্যকমপ্লেক্সে ২০/২৫ জন করে রোগী ভর্তি হচ্ছে। তবে রোগীদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ছাড়াও উপজেলার সকল ইউনিয়নের ৩৭টি কমিউনিটি ক্লিনিকে আরো অন্ততঃ তিন শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছে।
ইমাজেন্সি বিভাগে কর্মরত ব্রাদার পলাশ হাওলাদার জানান, ডায়রিয়ার রোগী অনুযায়ী আই,ভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। তবে এর চাহিদা দেয়া রয়েছে। তবে রোগীদের অধিকাংশই পায়রা বন্দর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এবং তার আশে পাশের গ্রামের মানুষই বেশী বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অন্যান্য রোগীদের পাশাপাশি ডায়রিয়ার রোগীদের চাঁপ থাকায় আসন সংকুলান হচ্ছে না। ফলে অনেক রোগী হাসপাতালে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছে।
এ ব্যাপারে মো.ইউনুস নামে এক রোগীর আত্মীয় জানান, পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কারনেও এ উপজেলায় লোকসংখ্যা বেড়ে গেছে। ফলে মানুষ অসুস্থ হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শরনাপন্ন হয়। ফলে বাড়তি লোকের কারনেও এ হাসপাতালে রোগীদের চাঁপ থাকে। ফলে আসন সংখ্যা বাড়ানো উচিত বলে তিনি উল্লেখ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply