রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ব্যবসায়ীক বিরোধের জের ধরে প্রতিপড়্গের হামলায় ব্যবসায়ী উজ্জল মৃধা (২৫) ও তার পিতা শামীম মৃধা (৪৮) গুরম্নতর আহত হয়েছেন। উপজেলার লালুয়া ইউনিয়নের পায়রা বন্দর সিআরসিসি প্রকল্প এলাকার এ ঘটনায় পিতা-পুত্র উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় পায়রা বন্দরের সিআরসিসি কোম্পানী থেকে নিজ কোম্পানীর কর্মচারীদের বেতন-ভাতার চেক নিয়ে ফেরার পথে একই এলাকার সাগর হাওলাদার, হাবিব হাওলাদারসহ একাধিক ব্যাক্তি উজ্জল মৃধাকে এলোপাথারিভাবে মারধর করতে থাকে। প্রতিপড়্গের বেপরোয়া হামলা থেকে পুত্রকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের বেপরোয়া হামলার শিকার হয় উজ্জলের পিতা শামীম মৃধা। স’ানীয় লোকজন পিতা-পুত্রকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে শামীম মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমা হাসপাতালে প্রেরন করা হয়েছে।
উজ্জল মৃধা বলেন, হামলাকারী তার পকেটে থাকা লড়্গাধিক নগদ টাকা ও সাথে থাকা স্বর্নের আংটি লুট করে নিয়ে যায়। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ বলেন, আভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply