মসজিদ থেকে ফেরার পথে পুলিশের গু-লি’তে নি’হ’ত তালতলীর আমির; স্ত্রীর মানবেতর জীবন যাপন | আপন নিউজ

মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ
মসজিদ থেকে ফেরার পথে পুলিশের গু-লি’তে নি’হ’ত তালতলীর আমির; স্ত্রীর মানবেতর জীবন যাপন

মসজিদ থেকে ফেরার পথে পুলিশের গু-লি’তে নি’হ’ত তালতলীর আমির; স্ত্রীর মানবেতর জীবন যাপন

আমতলী প্রতিনিধিঃ জুমার নামাজ শেষে মসজিদ থেকে  ফেরার পথে অটোরি´া চালক আমির তালুকদার পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। তার নিহতের ঘটনায় তিন সন্তান নিয়ে মহাবিপাকে পরেছেন স্ত্রী মোসাঃ আন্নি আক্তার। কর্মক্ষম স্বামীতে হারিয়ে মানববেতর জীবন যাপন করছেন তিনি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাছে সহায়তার দাবী করেছেন স্বামী হারা স্ত্রী আন্নি আক্তার। নিহত আমির হোসেন তালুকদারের স্ত্রী মোসাঃ আন্নি আক্তার কান্না জনিত কন্ঠে বলেন, আমার আর কিছুই রইলো না। স্বামী পুলিশের গুলিতে মারা না গিয়ে আমি মারা গেলে অনেক ভালো হতো। এখন আমার তিন সন্তানকে কে ভরন পোষন দিবে? আমি কিভাবে তিন সন্তানকে লালন পালন করবো তা ভেবে পাচ্ছি না ? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তানদের ভরণ পোষন ও লালন পালনের জন্য আর্থিক সহায়তার দাবী জানাই।

জানাগেছে, তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত্যু আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোট বেলায় কাজের সন্ধানে ঢাকায় যান।

২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে মোসাঃ আন্নি আক্তারকে বিয়ে করেন আমির। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে। গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিল আমির তালুকদার। ওই সময় কোটা আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছিল। পুলিশের তিনটি গুলি এসে তার শরীরে বৃদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়ী তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করা হয়। স্বামীকে হারিয়ে তিন সন্তানকে নিয়ে মহাবিপাকে পরেছেন স্ত্রী মোসাঃ আন্নি আক্তার। বর্তমান তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহায়তার দাবী জানিয়েছেন স্বামী হারা আন্নি আক্তার। এদিকে মঙ্গলবার তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঢাকায় নিহত আমির হোসেন তালুকদার বাড়ী পরিদর্শন করেছেন।

নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হয়। আমিন হোসেন স্ত্রী ও তিনটি শিশু সন্তান রেখে গেছেন। ওই শিশু সন্তানদের ভরন পোষনের কেউ রইলো না। আমির হোসেনের স্ত্রী আন্নি আক্তার তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাদের আর্থিক সহায়তা দেয়ার দাবী জানান তিনি।

তালতলী থানার ওসি মোঃ শহীদুল ইসলাম খাঁন বলেন, নিহত আমির হোসেন তালুকদারের বাড়ীতে পুলিশ পাঠিয়ে ঘটনা জেনেছি। তার নিহতের ঘটনাস্থল ঢাকায়। ওই স্থানের পুলিশই ব্যবস্থা নেবেন।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, নিহত আমির হোসেনের বাড়ী পরিদর্শণ করেছি। তার পরিারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!