শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ দূর্যোগে মৃত্যুহার কমাতে কলাপাড়ায় নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টার ও ক্যাটল শেল্টার। জাপান মোফা’র অর্থায়নে গুড নেইবারস জাপান’র সহযোগিতায় আধুনিক এ শেল্টার নির্মাণ করা হয়। শুক্রবার বিকেলে এই শেল্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
কলাপাড়ার সাগর ঘেষা কোমরপুর গ্রামে ৯০’র দশকের পর থেকে প্রতিটি দূর্যোগে জীবন ও সম্পদ হানীর ঘটনা ঘটে। কিন্তু পাঁচ কিলোমিটারের মধ্যে সাইক্লোন শেল্টার না থাকায় ঝড় হলেই আতংকিত হয়ে পড়েন অন্তত দুই হাজার পরিবার। তাই এলাকার মানুষের নিরাপত্তায় চার কোটি টাকা ব্যয় তিনতলা শেল্টারটি নির্মাণ করা হয়।
এ উপলক্ষ্যে শেল্টারের অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস বাংলাদেশের হেড অব ইকোনোমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া’র সভাপতিত্বে শেল্টার উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুড নেইবারস এশিয়া সেকশন ম্যানেজার ইউকি ইউসিমোরা, এরিয়া হেড অফ দক্ষিণ পশ্চিমাঞ্চল জোসেফ ভায়াস, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গাজী, জমিদাতা সিদ্দিকুর হাওলাদার, গুডনেইবারস কলাপাড়া কো-অর্ডিনেটর দিপক কুমার দাস। এসময় মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলাপাড়ার এ অত্যাধুনিক বহুমুখী সুবিধা সংবলিত সাইক্লোন শেল্টারের চাবি ও দলিল হস্তান্তর করেন গুডনেইবারস কর্মকর্তারা। গুড নেইবারস কর্মকর্তা ও দাতা সংস্থার প্রতিনিধিরা বলেন, ৮৬০০ বর্গফুটের এ শেল্টারে সাতশ’র বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন। এছাড়া নারী ও পুরুষদের আলাদা ইউনিটসহ সার্বক্ষণিক বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও ১৪ টি রুমে থাকার সুযোগ পাবেন আশ্রয় নিতে আসা মানুষ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply