বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ঘূর্ণিঝড় আগাম প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। কর্ডএইড স্টেপ প্রকল্প আয়োজনে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহযোগিতায় শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক মো: আছাদ উজ্জামান খান, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শওকত হোসেন বিশ্বাস, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া এনজিও ফোরামের সমন্বয়কারী মো: মনিরুল ইসলাম, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন প্রমুখ। মহড়ার মাধ্যমে
ঘূর্ণিঝড়ে আগাম প্রস্তুতি গ্রহণের ফলে জীবন ও সম্পদের ক্ষতি শুণ্যের মাত্রায় নামিয়ে আনা সম্ভব তারই আগাম পদক্ষেপ হিসেবে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়াটি সঞ্চালনা করেন কর্ডএইড-স্টেপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো: মনিরুজ্জামান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply