বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
বরগুনা সংবাদদাতাঃ ৩৮ দিনেও উদ্বার হয়নি অপহরণ হওয়া কলেজ ছাত্রী ঝর্না রানী। এ ঘটনায় কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার ফয়েজ সহ ৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলার আসামি ফয়েজ জেলহাজত রয়েছে। বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ কলেজ ছাত্রীর বাবা অসীম চন্দ্র সাজ্জাল (৫০) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলার নং ০৯/ ২০২৫।
মামলায় হলদিয়া ইউপি’র নাশির মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম (তোহা) (২৫), কলাপাড়া পৌর শহরের নাচনাপাড় রাজা মিয়ার ছেলে ও কলাপাড়া ভূমি অফিসের ড্রাইভার মোঃ ফয়েজ (৩২), হলদিয়া ইউপি’র মৃত হারুন মোল্লার ছেলে মোঃ মাশির মোল্লা (৫৪), মৃত হারুন মোল্লা’র খবির মোল্লা (৫০) কে আসামি করা হয়।
মামলার বাদী অসীম চন্দ্র সাজ্জাল মামলায় উল্লেখ করে বলেন, ১১/১২/২০২৪ তারিখে বিকালে বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া গ্রামে অবস্থিত বাদীর বসত বাড়ীর পশ্চিমে পচাকোাশিয়া স্লুইস সংলগ্ন পাকা রাস্তার উপর আসামীরা পূর্ব পরিকল্পিত মেয়েকে জোড়পূর্বক আমার ঝর্না রানী’কে মুখ চেপে রফিকুল ইসলাম (তোহা) ও মোঃ ফয়েজ মটর সাইকেলে তুলে অপহরন করে নিয়া যায়। আমার মেয়ে ঝর্না রানী-ডাক চিৎকার স্থানীয়রা ও আত্মীয়-স্বজন এগিয়ে আসলে রফিকুল ইসলাম (তোহা) ও মোঃ ফয়েজ খুনের হুমকি প্রদর্শন করে ঝর্না রানী কে নিয়ে ঘটনা স্থল ত্যাগ করে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply