বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন ডিসেম্বর ২০২৪ সেবায় পটুয়াখালী জেলায় (৭১টি ইউনিয়ন ও ৬টি পৌরসভা) এর মধ্যে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছেন। জেলার সকল কর্মকর্তাদের উপস্থিতিতে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদার। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় কলাপাড়ার ইউএনও মোঃ রবিউল ইসলাম টিয়াখালী ইউনিয়ন পরিষদ কে অভিনন্দন জানিয়েছেন।
এ ব্যাপারে ইউপি প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদার বলেন, আমি ইউনিয়নে যোগদানের পর থেকেই এ ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয় গুরুত্বের সাথে কাজ করেছি, যার ফলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পটুয়াখালী জেলার দ্বিতীয় স্থান অর্জন করেছিলা, এবারের ডিসেম্বরে প্রথম স্থান অর্জন করেছি, এ কৃতিত্ব টিয়াখালী ইউনিয়নবাসীর সকলের। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে যাদের সহযোগিতা পেয়েছি তারা হলেন পটুয়াখালী জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক স্যার, ইউএনও স্যার, ইউপি চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্য/ সদস্যা ও টিয়াখালীবাসীর সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকদের মৌলিক অধিকার, এ উপজেলার ইউনিয়নগুলোতে উদ্বুদ্ধ করার জন্য আমরা সহযোগিতা করে থাকি। এ ধারাবাহিকায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এজন্য টিয়াখালী ইউনিয়ন পরিষদ কে ধন্যবাদ জানাই। সাথে অন্যান্য ইউনিয়নগুলোতে ভালো করার জন্য অনুরোধ করছি, তাহলে আগামীতে কলাপাড়া উপজেলা কে জেলায় প্রথম স্থান অর্জন করতে পারবো আশা করি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply